সোমবার, ফেব্রুয়ারী ১১, ২০১৩

ইবিতে ১ মাসের জন্য রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ

হাওয়া ডেস্ক : দেশের চলমান পরিস্থিতি নিয়ে যে কোন মুহুর্তে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনার আশঙ্খা থাকায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ১ মাসের জন্য সকল প্রকার রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচি যেমন- মিছিল, মিটিং, সভা, সমাবেশ, র‌্যালি, মানববন্ধন সহ সকল কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি বিকেলে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এর সভাপতিত্বে প্রক্টোরিয়াল বর্ডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, বহিরাগত কেহ বিনা কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। সকল ছাত্র-ছাত্রীকে স্ব-স্ব পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে। ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় দলীয় পোষ্টার, ব্যানার, দেওয়াল লিখন সহ কোন প্রকার দলীয় প্রচারণা করা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন