সোমবার, ফেব্রুয়ারী ১১, ২০১৩

মিরপুরে সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্র“পের সংর্ঘষে আহত ২৫

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংর্ঘষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে-ডন মালিথা (৪০), মোহন আলী মালিথা (৪৫), আতরিয়ার রহমান মালিথা (৫০), মুন্নী (২৫), সবেদা বেগম (৬৫), তার ছেলে আনারুল করিম মালিথা (৪৫), মিন্টু (৩৮), নাজমুল করিম সানা মালিথা (৫৫), তার ছেলে জিল্লুর রহমান (৩০), হাসানুল্লাহ মালিথা চুনুর ছেলে মিলন (৩১) ও ফজলুল করিম পল্টুর ছেলে রাজনের(২৯) নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কালিতলা গ্রামের নাজমুল করিম সানা মালিথার সঙ্গে তার চাচাতো ভাই ডন মালিথার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুই ভাইয়ের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, সংঘর্ষের জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন