সোমবার, ফেব্রুয়ারী ১১, ২০১৩

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের নিন্দা, প্রতিবাদ ও শোক

হাওয়া ডেস্ক : গতকাল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন গোপাল ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুকে যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহসাচিব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  গতকাল এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারাদেশে আওয়ামী আধিপত্য অক্ষুন্ন রাখতে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা, গুম, অপহরণ ও গুমের যে খেলা শুরু করেছে তাতে সারাদেশের মানুষ গভীরভাবে আতংকিত। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের চরম প্রতিহিংসা এবং ভয়াবহ নির্যাতন-নিপীড়ণের কারনে বাড়ীর বাইরে গিয়ে ঘরে ফেরার অনিশ্চয়তায় ভুগছে। বিরোধী দল দমনে সরকারের মিথ্যা মামলা দায়েরসহ আটক, গুম, খুন, অপহরণ, এখন অত্যন্ত স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মির্জা আলমগীর বলেন, আজ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন গোপাল ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুকে যুবলীগ সন্ত্রাসী কর্তৃক গুলি করে পৈশাচিকভাবে হত্যা একথাই প্রমান করে যে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা না নিয়ে সরকার সন্ত্রাসীদের উৎসাহিত করছে।  মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়ন যুবদল সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুকে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি যুবলীগ সন্ত্রাসীর গুলিতে নিহত মিজানুর রহমান মিন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন