শুক্রবার, মার্চ ০১, ২০১৩

ঝিনাইদহে পুলিশের লাঠিচার্জে ৪ শিবিরকর্মী আহত : আটক ১

ঝিনাইদহ সংবাদদাতা : জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে দেশব্যাপী দলটির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল ঝিনাইদহে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পালিত হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শহরের প্রিয়া সিনেমা হলের সামনে থেকে শিবিরকর্মীরা মিছিল বের করে। মিছিলটি স্থানীয় উজির আলী স্কুলের সামনে পৌঁছালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ৪ শিবির কর্মী আহত হয়।  কালীগঞ্জ শহরে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয় জেলা পরিষদের ডাকবাংলো এলাকা থেকে কালীগঞ্জ শিবিরের পৌর সেক্রেটারি রাসেলকে আটক করে পুলিশ। এদিকে ভোর ৬টা থেকে সদর উপজেলার বিষয়খালী বাজারে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে শত শথ জামায়াত নেতাকর্মী। তারা রাস্তায় গাছের গুলি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় জামায়াত নেতাকর্মীরা কযেকটি গাড়ি ভাংচুর করে। এর আগে মহারাজপুর ইউনিয়নের গ্রামে গ্রামে মসজিদ থেকে মাইকিং করে মহাসড়কে কর্মী সমর্থক জড়ো করে জামায়াত নেতাকর্মীরা। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটী ও দশমাইল নামক স্থানে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন