শুক্রবার, মার্চ ০১, ২০১৩

ভেড়ামারা উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

ষ্টাফ রিপোর্টার :  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলামসহ ৩ জনের উপর অর্তকিত বোমা হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ পর্ষন্ত ভেড়ামারা উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রেস ক্লাবের সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও স্কুল কলেজসহ সর্বস্তরের জনগন কলম বিরতি পালন করেন। ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলামসহ ৩ জনের উপর অর্তকিত বোমা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আসামীদের গ্রেফতার না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত সোমবার রাতে ভেড়ামারা উপজেলা চত্ত্বরে অফিসার্স ক্লাবের সামনে ব্যান্ডমিন্টন খেলা শেষ করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের সম্বনয়কারী তৌহিদুল ইসলাম ও পিয়ন নজরুল ইসলাম কে সাথে নিয়ে পায়ে হেটে তাঁর নিজ বাস ভবনের উদ্দ্যেশে রওনা দেয়। অফিসার্স ক্লাব থেকে মাত্র ১শত গজ দুরে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন ও অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম পৌঁছালে আগে থেকেই ঔঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পর পর ২টি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম (৪৫) মাটিতে লুটিয়ে পড়ে এবং তার সাথে থাকা উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের সম্বনয়কারী তৌহিদুল ইসলাম (৪২) ও পিয়ন নজরুল ইসলাম (৩৮) আহত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন