শুক্রবার, মার্চ ০১, ২০১৩

কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজারে আওয়ামীলীগ ও জামায়াতের সংঘর্ষ

ষ্টাফ রিপোর্টার : জামাতি ইসলামের নায়েব দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসীর রায় ঘোষনা হওয়ার পরক্ষনে বিত্তিপাড়া বাজারে আওয়ামী ছাত্রলীগ ও জামায়াত শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশকয়েকটি দোকান পাট ভাংচুর সহ ২ শিবির কর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চন্টু মিয়া(৪০)নামে এক জামায়াত কর্মীকে আটক করে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ২টার সময় কুষ্টিয়া ইবি থানার বিত্তিপাড়া বাজারে। জানাযায়, জামাতি ইসলামের নায়েব দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসীর রায় ঘোষনা হওয়ার পর জামাত-শিবির কর্মীরা উজানগ্রাম,বিত্তিপাড়া থেকে লাঠী-সোঠা সহ এক বিশাল মিছিল বের করে বিত্তিপাড়া বাজারের বিভিন্ন গলিতে মিছিল ও উজানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত বক্তবো প্রদান করে। সদর থানা জামাতের সহ-সভাপতি বাবুল হোসেন,উজানগ্রাম ইউনিয়ন জামাতের আমীর ডাঃ আব্দুল লতিফ বিশ্বাস,ইউনিয়ন জামাতের সেক্রেটারী ডাঃ আমিরুল ইসলাম, উজানগ্রাম ১ নং ওয়ার্ডের জামাতের সভাপতি শিক্ষক হায়দার আলী সহ প্রায় ১ হাজার নেতা কর্মীরা মিছিলে অংশ নেয়। এ সময় তারা কর্মসূচী শেষে বাড়ী ফিরে যাওয়ার সময়। উজানগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের ক্যাডাররা লাঠী-সোঠা,চাইনিজ কুড়াল,হাতুর সহ দেশীও অস্ত্র-সস্ত্র নিয়ে ইউনিয়ন জামাতের আমীর ডাঃ আব্দুল লতিফ বিশ্বাস ও সেক্রেটারী ডাঃ আমিরুল ইসলাম কে ধাওয়া করলে জামাতের সমর্থন কর্মীরা ফিরে এসে আওয়ামীলীগের সমর্থত কর্মীদের ধাওয়া করে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বক্কারে বাড়ি ও তার ভাই বারিকের চাইয়ের দোকানে লাঠী সোঠা দিয়ে ভাংচুর করে। এ সময় ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের কর্মীরা পালিয়ে যায়। ঘটনার এক ঘন্টা পর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা সহ প্রায় এক শতাধিক পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনা স্থল থেকে ১ জন জামাত কর্মীকে আটক করে। কিন্তু পরে পুলিশের সাথে আওয়ামীলীগের কর্মীরা একত্রে হয়ে বিত্তিপাড়া বাজারে প্রতিবাদ মিছিল সহ প্রায় ১০ টি বিত্তিপাড়া বাজারের আমিরুল,আরব আলী,জমির উদ্দিনের,আলফাজ উদ্দিন এর দোকান ঘর ও ইসলামী ছাত্র শিবিরের মেছ ভাংচুর করে। হতাহত ঘটনায় দোকানদার জমির উদ্দিন,লিমন,মনিরুদ্দিন সহ বেশ কয়েক জন কে ও মারপিট করে ছাত্রলীগ কর্মীরা। ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় বড় ধরনে নাশকতার আশংকা করছে এলাকার সাধারন জনগন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন