শুক্রবার, মার্চ ০১, ২০১৩

কুষ্টিয়ায় হরতাল পালিত : আটক ১২

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় কোন ধরনের নাশকতা ছাড়াই জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছে। হরতালে সাড়াদিনই ছিলো শহর ফাকা খোলেনি কোন দোকানপাট জেলা থেকে যায়নি দূরপাল্লার যানবাহন বাইরে থেকেও আসেনি কোন যানবাহন। কিছু সরকারী অফিস খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিলো কম। বিকালের পর থেকে শহরে দুই একটি দোকানপাট খোলে। হরকালে জামাত শিবিরের কোন পিকেটিং না দেখা গেলেও আইনশৃঙ্গখলা বাহিনীর লোকরা ছিলো ব্যাপক তৎপর। তবে দুপুরে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যুদন্ড ঘোষনার পর বটতৈল ও বৃত্তিপাড়ায় জামাত শিবিরের কর্মীরা মিছিল বের করতে গেলে বৃত্তিপাড়ায় পুলিশের সামনে আওয়ামীলীগ ও যুবলীগের কর্মীরা প্রকাশ্য অস্ত্র নিয়ে জামাত শিবির কর্মীদের ধাওয়া করে ২/৩ জামায়াত শিবির কর্মীকে ব্যাপক মারধর করে। এদিকে হরতালে নাশকতা মুলক কর্মকান্ডের আশংকায় জেলার বিভিন্ন এলাকা থেকে কুমারখারী উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও সুরা সদস্যসহ জামায়াত শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে জামায়াত নেতা-কর্মী আব্দুর রহিম (৩০), সাইদুল ইসলাম (২৫), জামায়াতের সুরা সদস্য আব্দুর রাজ্জাক বিশ্বাস (৫৫), শরীফুল ইসলাম (৪০), আতাউর রহমান (৪০), মিজান (২৫), মাহফুজুল (৩৫), লোকমান হোসেন (৬৫), জোয়াদ আলী (৭০), কাশেম খা (৬০) ও মতিয়ার রহমান (৫৫).
এছাড়া গতকাল সকাল দশটায় কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক কালবীকে পুলিশ আটক করেছে। অপরদিকে হরতালের বিরুদ্ধে মিছিল করেছে কুষ্টিয়া জেলা ও শহর আওয়ামীলীগ ও ছাএলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন