মঙ্গলবার, অক্টোবর ০১, ২০১৩

নির্বাচনে কারচুপি হলে ফলাফল মেনে নেয়া হবে না

হাওয়া ডেস্ক : আগামী ৩ অক্টোবর জাতীয় সংসদের বরগুনা-২ আসনে উপনির্বাচন নিয়ে সরকারদলীয় সন্ত্রাসীদের বেপরোয়া হামলা-নির্যাতন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী গোলাম সরোয়ার হীরুর হাতপাখা সমর্থকদের ওপর হামলা-নির্যাতন, সরকারদলীয় প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লংঘন ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহ প্রচার সম্পাদক কে এম আতিকুর রহমান।
সাক্ষাতে সিইসির সাথে আলোচনাকালে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী গোলাম সারোয়ার হিরুর গণজোয়ার দেখে সরকার বিজয় কেড়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। সরকারদলীয় ক্যাডারা ইতোমধ্যেই আমাদের কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটিয়েছে। সরকারদলীয় প্রার্থী শুরু থেকেই নির্বাচনী আচরণবিধি লংঘন করে চলেছে। আমরা স্পষ্ট বলতে চাই, বরগুনা-২ উপনির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দিন। কারচুপির মাধ্যমে আমাদের বিজয় ছিনিয়ে নেয়া হলে আমরা দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলব এবং কোনো অবস্থাতেই ফলাফল মেনে নেয়া হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন