মঙ্গলবার, অক্টোবর ০১, ২০১৩

আমলায় আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী প্রদান

আমলা অফিস : কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলার আলোর পথিক প্রতিবন্ধী সংস্থা ১৯৯৮ সাল থেকে প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় সোমবার ইউনিয়নের খয়েরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্তকরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এলাকা সভা, গন নাটক প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. আ. হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমলা ইউনিয়নের চেয়ারম্যান ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমলা ইউনিয়নের সাবেক সদস্য একরামুল হক, আব্দুল কুদ্দুস, সমাজসেবক নজরুল ইসলাম, মোস্তাক হোসেন, কামাল হোসেন, খয়েরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মকছেদ গণি প্রমূখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ১০টি ছাগল, ২টি সেলাই মেশিন, ২টি হুইল চেয়ার, ১টি ক্র্যাচ ও ২টি চশমাসহ ১০ জন প্রতিবন্ধিকে শিক্ষা সহযোগীতা ও ৫ জন প্রতিবন্ধিকে চিকিৎসা সহযোগীতা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং ময়েজ উদ্দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন