রবিবার, মার্চ ২৩, ২০১৪

ইবির অধীন ফাযিল (অনার্স) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ॥ প্রশ্নপত্রে ভুল বিড়ম্বনায় ভর্তিচ্ছুরা

রাশেদুন নবী রাশেদ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের ৩১ টি ফাযিল (অনার্স) মাদ্রাসার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্রের মানবন্টন অনুযায়ী বাংলা ও ইংরেজী ১০ নম্বরের ভুল থাকায় বিড়ম্বনার শিকার হয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। খোজ নিয়ে জানা গেছে, গতকাল বেলা ১১টায় ইবির অধীন দেশের ৩১টি ফাযিল মাদ্রাসার ফাযিল(অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রশ্নপত্রের মানবন্টন অনুযায়ী বাংলা ও ইংরেজীতে ১০ নম্বরের প্রশ্ন ভুল দেখতে পায়। সাথে সাথে ভর্তিচ্ছুরা পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকদের বিষয়টি জানায়। পরে স্ব স্ব মাদ্রাসার কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে জানায়। পরে বিশ্ববিদ্যালয় পরীক্ষা কমিটি প্রশ্নপত্রের পুর্নমান ৮০ নম্বরের মধ্যে ওই ১০ নম্বর বাদ রেখে শিক্ষার্থীদের বাকী ৭০ নম্বরের পরীক্ষা নিতে বলেন। পরে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত অনুযায়ী সাড়া দেশে ৮০ নম্বরের মধ্যে ৭০ নম্বরের ভর্তি
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় পরীক্ষার হলে শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার শিকার হয়েছে বলে ঢাকা আলিয়া মাদ্রাসার এক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানায়। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন,‘ আসলে ঘটনাটি সঠিক,এটি আমাদের ভুল হয়েছে যা প্রিন্টিং প্রেসের ভুল।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন