রবিবার, মার্চ ২৩, ২০১৪

কুমারখালীতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০১৪’র শুভ উদ্বোধন করা হয়। গতকাল মেলা উপলক্ষে সকাল ১১ টায় মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিতপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা শহর ঘুরে র‌্যালীটি উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার প্রধান অতিথির বক্তব্য দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুহুল কবির’র সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মোঃ রাশেদুল হক, সহকারী কৃষি অফিসার ভুলেন্দ্রনাথ বালা, শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ খান তারেক, আবাসিক প্রকৌশলী শ্রী অশোক কুমার দাস ও কৃষক আলহাজ্ব লুকমান হোসেন বিশেষ অতিথির বক্তব্য ও উপস্থিত ছিলেন। যদুবয়রা ইউপি উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল লতিফের
পরিচালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল হক স্বাগত বক্তব্য দেন। কোরআন থেকে তেলোয়াত নজরুল ইসলাম ও নন্দলাল দাসের গীতা পাঠ দিয়ে শুরু আলোচনা সভায় প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আয়োজকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং কৃষি প্রযুক্তি মেলায় ষ্টলগুলো ঘুরে দেখেন। মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি অফিসার এবং আমন্ত্রিত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন