রবিবার, মার্চ ২৩, ২০১৪

মুক্তির উদ্যোগে পারিবারিক নির্যাতন প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল ২২ মার্চ’১৪ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমেিয় আনার মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার থানা, কোর্ট, হাসপাতাল, মহিলা বিষয়ক অধিদপ্তর, ইউপি ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে সকাল ১১ টায় নন্দলালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নন্দলালপুর ইউনিয়ন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক আক্তার হোসেন তজিম। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জজ কোর্ট কুষ্টিয়ার সহকারী পাবলিক প্রসিকিউটার (এপিপি) এ্যাড: জয়দেব কুমার বিশ্বাস, কুমারখালী থানার সাব ইন্সপেক্টর মোকাব্বের হোসেন। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিক্যাল অফিসার মো: জিয়াউলকে। সভায় বক্তব্য রাখেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য ও সমাজ সেবায় অবদান রাখায় জয়িতা নির্বাচিত ফিরোজা বেগম। শৈপুকুরিয়া মডেল ভিলেজের সমন্বয় কমিটির সভাপতি হাফিজুর রহমান লিয়াকত। সভার উদ্দেশ্য ও প্রকল্প ভিত্তিক আলোচনা করেন মুক্তির প্রোজেক্ট কো অর্ডিনেটর জায়েদুল হক মতিন। স্বাগত বক্তব্য রাখেন মুক্তির কুমারখালী উপজেলা প্রোজেক্ট অফিসার খন্দকার মুস্তাফিজুর
রহমান সোহেল। প্রবন্ধ পাঠ করেন চাপড়া ইউনিয়ন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য সাদিয়া আফরিন টুম্পা। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নন্দলালপুর ইউপি সদস্য মুকুল হোসেন, শিলাইদহ ইউপি সদস্য মো: আব্দুস সাত্তার ও নন্দলালপুর ইউপি সচিব কাঁলাচাদ কর্ম্মকার। সভা পরিচালনা করেন নন্দলালপুর ইউনিয়নের প্রোজেক্ট ফ্যাসিলিটেটর সালাউদ্দিন আহমদ। সার্বিক সহযোগিতা করেন শিলাইদহ ও চাপড়া ইউনিয়নের প্রোজেক্ট ফ্যাসিলিটেটর হাসিনা খাতুন ও ওয়াহিদুজ্জামান জোহা। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন