বুধবার, মার্চ ২৬, ২০১৪

প্রত্যাশা

মোহম্মদ মুজিব আলম

ব্যালটের পর ব্যালট সাজিয়ে যতবার
গড়ে তুলি প্রত্যাশার সুউচ্চ ইমারত
ততবারই তা বালুর ঢিবির মতো
হালকা বাতাসে ভেঙে পড়ে ঝুরঝুর।

শীতের সূর্যের কাছে উষ্ণতা চেয়েছি
কিন্তু ক্রমশঃ সে হেলে যাচ্ছে পশ্চিমে
অস্তগামী সূর্যের কাছে উষ্ণতা চেয়ে
কতকাল নিরুত্তাপ থাকবো আর?

হায়রে প্রত্যাশার কুহক ডেকে যায়
কেউ শোনেনা কান পেতে সে ডাক
অশ্বারোহী র্দুবৃত্তের দাপটে ময়দান
ধুলি উড়া সন্ধ্যায় কিছুই যায় না দেখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন