বুধবার, মার্চ ২৬, ২০১৪

শৈলকুপায় আওয়ামীলীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ সহ আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শৈলকুপার ত্রিবেনী বাজারে এ সংঘর্ষ হয়। আহতদের শৈলকুপা, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ আওয়ামীলীগ কর্মী ইসরাফিলের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানান, কয়েকদিন আগে ত্রিবেনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক হাবিবুর রহমানের কয়েকজন কর্মীর ওপর হামলা করে আওয়ামী লীগ সমর্থকরা। এ ঘটনার জের ধরে ত্রিবেণী বাজারে ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল খানের কর্মী-সমর্থকদের সাথে মঙ্গলবার বিকালে সংঘর্ষ হয় বিএনপি নেতা হাবিবুর রহমানের কর্মী-সমর্থকদের। সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে
বেশ কয়েক রাউণ্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শৈলকুপা থানার এসআই দাউদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আনে। ত্রিবেনী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রনে পুলিশ কোন গুলি করেনি। আর কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা তিনি জানেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন