বুধবার, মার্চ ২৬, ২০১৪

কুমারখালীর ডাঁসা গণ কবরে মুক্তিযোদ্ধা স্বরণে শ্রদ্ধাঞ্জলী

শরীফুল ইসলাম, কুমারখালী : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় কুমারখালী উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। দিবসের অংশ বিশেষ হিসাবে ২৫ শে মার্চ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ডাঁসা গণকবরে শায়িত বাঙালীর শ্রেষ্ঠ ৫ সন্তান ইকবাল, লুৎফর, গোপাল, আনছার ও কুদ্দুস বীর সেনানী স্বরণে শ্রদ্ধাঞ্জলী, সশস্ত্র সালাম, গার্ড অফ অর্নার প্রদান, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২৫ শে মার্চ বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান শহীদদের স্বরণে পুষ্পাঞ্জলী শ্রদ্ধা জানান। স্থানীয় চৌরঙ্গী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর পলাশ সঙ্গীয় পুলিশ সদস্য সশস্ত্র সালাম ও গার্ড অফ অর্নারের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান। এ সময় কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুণ, কুমারখালী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার
আমিরুল ইসলাম, পৌর সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। ডাঁসা মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের পক্ষ থেকে যুদ্ধকালীন কমান্ডার লুৎফর রহমান বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য প্রদান করেন। মাওলানা সেকেন্দার আলী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন