বুধবার, মার্চ ২৬, ২০১৪

কুষ্টিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন সভা

ষ্টাফ রিপোটার ঃ কুষ্টিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ্জোহরা, সাংবাদিক আবদুর রশীদ রশীদ চৌধুরী। সভায় জানানো হয়, আগামী ৫এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬-১১মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন এ প্লাস এবং ১২-৫৯মাস বয়সী পর্যন্ত বছরে দু’বার ১টি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস ও জাতীয় পুষ্টি
প্রতিষ্ঠান এ অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে উর্দ্ধতন সরকারী কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন