বুধবার, মার্চ ২৬, ২০১৪

কবির মুরাদ আটকের প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির নিন্দা

জিয়া পরিষদ কেন্দ্রিয় সভাপতি ও মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। সোমবার একটি মামলায় মাগুরা কোর্টে আত্মসমার্পন করতে গেলে তার জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এক বার্তায় তারা জানায়,
বর্তমান স্বৈরাচারী অবৈধ সরকার বিরোধী আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্থ করার জন্য জালিম সরকার হামলা মামলা ও নির্যাতন করছে। কিন্তু এতে করে তারা লাভবান হবে না যত হামলা মামলা ও নির্যাতন করবে তত আন্দোলন বেগবান হবে। এই দুই নেতা অবিলম্বে কবির মুরাদসহ অনান্য নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন