বুধবার, মার্চ ২৬, ২০১৪

কুষ্টিয়ায় রক্তস্বল্পতা এবং অপুষ্টি রোধে করনীয় স্বাস্থ শিক্ষা প্রচার অভিযান

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় রক্তস্বল্পতা এবং অপুষ্টি রোধে করনীয় স্বাস্থ শিক্ষা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ কর্মকর্তার রুমে ও মজমপুর ইউনিয়নের মোল¬াতেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রচার অভিযানের অংশ হিসেবে সেমিনার অনুষ্ঠিত হয়। স্বাস্থ শিক্ষা ব্যুরো, স্বাস্থ অধিদপ্তর স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনের সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরোজ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান। সার্বিক সহযোগীতায় ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ শিক্ষা অফিসার পারভেজ আকতার হোসেন, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ শিক্ষা অফিসার শামছুল আলম। সেমিনারে বলা হয় রক্তস্বল্পতা এবং অপুষ্টি রোধে সুষম খাদ্য বেশি বেশি খেতে হবে। সেই সাথে সকল
প্রকার ফাষ্টফুড ও কৃত্বিম রং মেশানো খাদ্য পরিহার করে দেশীয় ফলমূল খেলে রক্তস্বল্পতা এবং অপুষ্টি রোধ করা যাবে। অনুষ্ঠানে মসজিদের ইমাম, স্বাস্থকর্মি, প্রসুতি মা, শিক্ষক, ছাত্র ছাত্রীসহ অনান্য মানুষ উপস্থিত ছিলো। অনুষ্ঠান সযোগীতায় ছিলো সমাজ উন্নয়ন কেন্দ্র সুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন