সোমবার, জুলাই ১৪, ২০১৪

গাংনী থানার এসআই আমির হোসেন বোমাটি কি করতেন?

আক্তারুজ্জামান,মেহেরপুর : মেহেরপুর গাংনী থানার এসআই আমির হোসেন এবার সাংবাদিকদের সাথে অসাদাচারণ করলেন। গতকাল শনিবার রাতে গাংনী আমিন মিষ্টান্ন ভান্ডার থেকে বোমা উদ্ধারের সময় ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেন তিনি। আমির হোসেন শুধু সাংবাদিক নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গালিগালাজ ও অসাদাচারণ করেন বলেও অভিযোগ উঠেছে।  গতরাতে বোমা উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাংনীতে কর্মরত কয়েকজন সাংবাদিক। তারা বোমার ছবি তুলতে চাইলে তাতে বাধা দেন এসআই আমির হোসেন। কোন ব্যাখ্যা ছাড়াই তিনি সাংবাদিকদের সাথে অসাদাচারণ করে স্থান ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে নিন্দার ঝড় বইছে। মেহেরপুর জেলায় কর্মরত সাংবাদিকরা বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়ে আমির হোসেনের শাস্তি দাবি করেন। এদিকে বিষয়টি তাৎক্ষনিকভাবে অবহিত করা হয় সহকারী পুলিশ সুপার ও গাংনী থানার ওসি তদন্ত কে। তারা বিষয়টি খতিয়ে দেখে আমির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।  স্থানীয় সূত্রে আরো জানা গেছে, এসআই আমির হোসেন বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, গাড়ি চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এমন অসাদআচরণ করেছেন বলে বিস্তর অভিযোগ
উঠেছে। এমনকি তিনি থানায় সেবা নিতে আসা কিংবা কোন অভিযানে গিয়েও বিভিন্ন মানুষকে গালিগালাজ করেন। তাছাড়া তিনি প্রায় সব মানুষের সাথে তুই সম্বোধন করে কথা বলেন। তাই আমির হোসেনের এমন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে তার শাস্তি অপসারণ দাবিতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন