সোমবার, জুলাই ১৪, ২০১৪

মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার ॥ মিরপুরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আমলা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪২ ধারায় ফল ব্যবসায়ী আবু দাউদের ৫ হাজার টাকা, খয়েরপুর বাজারের দন্ডবিধি ২৭৩ ধারায় ভাই ভাই ফল ভান্ডারের মালিক সিরাজুল ইসলামকে ১ হাজার টাকা, মিরপুর বাসষ্ট্যান্ড বাজারে উজির ষ্টোরের মালিক উজির আলীকে ১ হাজার টাকা জরিমান আদায় করেন। এ ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আমলা বাজারে অভিযান চালিয়ে বুকের দুধের বিকল্প অধ্যাদেশ আইনে সাইদুল ইসলামের ২শ’ টাকা, দন্ডবিধির ২৭৩ ধারায় নজরুল ইসলামের ৫শ’ টাকা, জহুরুল ইসলামের ১ হাজার টাকা, খয়েরপুর বাজারে হোটের ব্যবসায়ী জামাল হোসেনের ৩শ’ টাকা এবং ধুমপান তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)
সংশোধন আইন ২০১৩ সালের ৫(৪) ধারায় রফিকুল ইসলাম রুবেলের ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময়ে ওই দোকান থেকে সিগারেটের বিজ্ঞাপন অপসারন করা হয়। এছাড়াও ফলের দোকান গুলো থেকে ফরমালিন মিশ্রিত বিপুল পরিমানের খেঁজুর ধ্বংস করা হয়। এ সময়ে মিরপুর থানার এএসআই জহির রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন