সোমবার, জুলাই ১৪, ২০১৪

কুষ্টিয়ায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রমজান মাসেও হত্যা জুলুম নির্যাতন থেমে নেই : আব্দুল ওয়াহিদ

ঈদের পরে সরকার পতল আন্দোলন : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

হাওয়া প্রতিবেদক : কুষ্টিয়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কুষ্টিয়া শহরের কারামায় হোটেলে সুধীবৃন্দের সম্মানে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতের জেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ একে এম আলী মুহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রিয় নেতা কুষ্টিয়া-যশোরের আঞ্চলিক দায়িত্ব সাবেক এমপি আব্দুল ওয়াহিদ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনবার্সন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ
মেহেদী আহমেদ রুমী। জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক আবুল হাশেম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর ফরহাদ হুসাইন, শহর বিএনপির সভাপতি হাফিজুর রহমান হেলাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল ওয়াহিদ বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসে সকল অপকর্ম থেকে বিরত থাকবে এটাই রোজার শিক্ষা। কিন্তু এ রমজান মাসেও হত্যা জুলুম নির্যাতন থেমে নেই। ফিলিস্তীনী মুসলমানদের পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে। অথচ সারা বিশ্ব নির্বাক।  প্রধান বক্তা সৈয়দ মেহেদী রুমী বলেন, এ সরকার জুলুম নির্যাতনে সীমা অতিক্রম করেছে। জাতীয়তাবাদী ও ইসলামী মুল্যবোধ ও গণতন্ত্রের কথা বলায় আমাদের অপরাধ। ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা মামলা চালিয়ে
তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। দেশ ও জনগণের মঙ্গল তারা চায় না। দেশ ও জনগণের কল্যাণে দেশ বাঁচাতে ঈদের পরে সরকার পতন আন্দোলন শুরু হবে। এ আন্দোলনে সকলকে শরিক হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড.মিয়া মহম্মদ রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, এমএ শামীম আরজু, এসএম ওমর ফারুক, জেলা জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হুসাইন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হুসাইন, বিশিষ্ট আইনজীবি এ্যাড. লিয়াকত আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জামায়াতের জেলা প্রচার সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল মজিদ, শহর আমীর অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সদর থানা আমীর মোহাম্মদ আলী, মিরপুর থানা আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, ভেড়ামারা আমীর অধ্যাপক নুরুল আমীন জসীম, কুমারখালী আমীর মাওলানা কামারুজ্জামান, কুমারখালী পৌর আমীর উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন, খোকসা থানা আমীর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, শহর শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান পলাশ, শিবিরের জেলা সেক্রেটারী রেজাউল করিম নয়ন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন