সোমবার, জুলাই ১৪, ২০১৪

ইসরাইলের প্রতি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বান অবিলম্বে নিরিহ ফিলিস্তিনি জনগোষ্ঠির ওপর হামলা বন্ধ করুন

স্টাফ রিপোর্টার : অবিলম্বে ফিলিস্তিনি জনগোষ্ঠির ওপর অন্যায় বর্বরোচতি হামলা বন্ধরে জন্য ইসরাইলের প্রতি আহবান জানিয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। গত কয়েকদিন ধরে চলা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী বিমান হামলায় অসংখ্য ফিলিস্তিনি জনগণরে হতাহত হওয়ার ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু এক বিবৃতিতি এই আহবান জানান। তিনি আরো বলেন, পবিত্র রমযান মাসে ফিলিস্তিনি জনগোষ্ঠী ইসরাইলী বর্বর আক্রমণ থেেক রেহাই পাচ্ছে না। বিপন্ন ধ্বংসস্তুুপ পরণিত করা হয়েেছ অসংখ্য বাড়িঘর ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। গাজা উপত্যকায় লোকালয়ের পর লোকালয় এখন বিরাণভূমিতে পরিণিত হয়েছে। দিশেহারা হয়ে জীবন বাঁচাতে এখন হাজার হাজার ফিলিস্তিনি নিরাপদ আশ্রয় খুজে
বেড়াচ্ছে। তিনি অবিলম্বে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর অন্যায় ও বর্বরোচিত হামলা বন্ধরে জন্য ইসরাইলের প্রতি আহবান জানান। আব্দুর রাজ্জাক বাচ্চু গাজা উপত্যকায় ইসরাইলী বাহীনি কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের রুহরে মাগফিরাত কামনা করে শোকার্ত পরিজনদরে প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করনে। সেই সাথে তিনি আহতদরে সুস্থতা কামনা করনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন