সোমবার, জুলাই ১৪, ২০১৪

মেহেরপুরে বিচারকের সাথে অসাদচারণ পুলিশ কনষ্টেবলের ৭ দিনের কারাদন্ড

 আক্তারুজ্জামান, মেহেরপুর : বিচারকের সাথে অসাদচারণ করায় আমিরুল মোমিনিন নামের এক গোয়েন্দা পুলিশ কনষ্টেবলের ৭ দিনের কারাদন্ড দিয়েছে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেরপুর-১ এর জ্যেষ্ঠ বিচারক মো: মতিউর রহমান। আজ রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বিচারক মো: মতিউর রহমান এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে জামায়াত নেতা ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন একটি মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে। পরে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ১ এর জৌষ্ঠ বিচারক মো: মতিউর রহমান এজলাস থেকে নেমে একটি রিক্সায় উঠে বাড়ি যাওয়ার মুহুর্তে গোয়েন্দা পুলিশের সদস্য আমিরুল মোমিনিন ( কনষ্টেবল নং-১৩৬) তাকে জারজিস হুসাইন ভেবে আটক করতে উদ্বুদ্ধ হয় এবং তার সাথে অসাদাচারণে লিপ্ত হয়। পরে ওই গোয়েন্দা সদস্যকে আদালতে এনে আটক দেখিয়ে পুিলশ হেফাজতে নেয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে আদালত তাকে দন্ডবিধির ৩৫২ ধারায় ৭দিনে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, সহকারী পুৃলিশ সুপার আব্দুল জলিল জৌষ্ট বিচারক মতিউর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এর আগে
জামায়াত নেতা জারজিস হুসাইন ২য় বার আত্মসমর্পন করার জন্য আবেদন করলে দিনের কার্যাবলী শেষ হওয়ায় সোমবার পুনরায় আদালতের হাজির হওয়ার আদেশ দেন। এর পরপরই জারজিস হুসাইন দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন