মঙ্গলবার, আগস্ট ১২, ২০১৪

সাংবাদিক দোলন ও মাহমুদের উপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের প্রতিবাদে কুষ্টিয়ার সাংবাদিক সংগঠনগুলির ২৪ ঘন্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক নওরোজ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মাহমুদ হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় থানা ট্রাফিক মোড়ে কুষ্টিয়ার ৫সাংবাদিক সংগঠনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সম্মিলিত সাংবাদিক পরিষদের আহ্বায়ক ও দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক মুজিবুল শেখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ রুরাল জার্নালিস্ট সোসাইটি-বিআরজেএস এর চেয়ারম্যান ও দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব। বক্তব্য রাখেন দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলু, দৈনিক কুষ্টিয়া দর্পণের সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও এনটিভি’র স্টাফ করেসপনডেন্ট ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাইটিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, ভার.সাধারন সম্পাদক ও দৈনিক সূত্রপাতের সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিম, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক স্বর্ণযুগের সম্পাদক জামিল হাসান খান খোকন, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক সমিতি, কুষ্টিয়ার সভাপতি ও দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সম্পাদক আক্তার হোসেন ফিরোজ, সময় টিভির কুষ্টিয়া প্রতিনিধি এস.এম.রাশেদ, আরটিভি’র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, জিটিভি’র কুষ্টিয়া প্রতিনিধি সোহেল রানা, বিডি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, দৈনিক সাগরখালীর ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল হক খান, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি দেলোয়ার রহমান মানিক, সাপ্তাহিক প্রভাষণের সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, দৈনিক ¯¦র্ণযুগের ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা ফটো জার্নালিস্টের সাধারণ সম্পাদক তৌফিক তপন, ইন্ডিপেনন্ডেন্ট টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ, যমুনা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি মওদুদ রানা, দেশ টিভির জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, সাপ্তাহিক মুকুর পত্রিকার নির্বাহী সম্পাদক অ্যাড. আবু হায়দার লিপু, দৈনিক দিনের খবর সম্পাদক ফেরদৌস রিয়াজ জিল্লু, আমাদের অর্থনীতির কুষ্টিয়া জেলা প্রতিনিধি আব্দুম মুনিব, সাপ্তাহিক পদ্মা গড়াই পত্রিকার সিনিয়র রিপোর্টার আহমেদ পাপ্পু, দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল, কুষ্টিয়া চাইল্ড জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ডেইলি অথেনটিক পত্রিকার নিউজ এডিটর ইমাম
মেহেদী, একুশের কন্ঠের স্টাফ রিপোর্টার সাগর সহ জেলার সর্বস্তরের সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে কুষ্টিয়ায় দুই জন সাংবাদিক নিগ্রহ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও পুলিশ রহস্যজনকভাবে নীরব। গত রবিবার বেলা ১১টায় কুমারখালীর ডাঁসা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গেলে রাজনৈতিক দুর্বৃত্তরা বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলন ও ক্যামেরা পার্সন আহমেদ সাগরকে লাঞ্চিত করে টিভি ক্যামেরা ছিনিয়ে নেয়। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরতলীর ত্রিমোহনীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাপ্তাহিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ হাসানের উপর সন্ত্রাসী হামলা চালায় এবং তার কামেরা কেড়ে নেয়। রক্তাক্ত জখম ও সংজ্ঞাহীন অস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই দুটি ঘটনার পর এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি এবং ক্যামেরা উদ্ধার হয়নি। পুলিশের রহস্যজনক নীরবতা দেখে সাংবাদিক নেতৃবৃন্দ চরম ক্ষোভ এবং উৎকণ্ঠা প্রকাশ করেন। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ বেলা ১২ টার মধ্যে আসামী গ্রেফতার এবং ক্যামেরা উদ্ধার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে সাংবাদিক সংগঠনগুলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন