মঙ্গলবার, আগস্ট ১২, ২০১৪

ইবি ক্যাম্পাসে দুই রাউন্ড গুলির আওয়াজ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে হঠাৎ বিকট আওয়াজে ২ রাইন্ড ফাকা গুলি বিস্ফোরনের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জিমনেসিয়ামের পিছনে খালেদা জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পিছনে খালেদা জিয়া হলের সামনে পেয়ারা বাগানের মাঝে হঠাৎ কে বা কারা ২রাউন্ড ফাকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এসময় হলের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা গুলির বিকট শব্দ শোনার সাথে ভয়ে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। ঘটনার সাথে সাথে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে বিভিন্ন তথ্য উদঘটন করতে থাকে। কিন্তু কোন নির্ভরযোগ্য কোন তথ্য না পাওয়ায় তাৎক্ষনিক কোন ব্যবস্থা নিতে পারে নি বলে পুলিশ প্রশাসন সুত্রে জানা গেছে। এঘটনায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ গোয়েন্দাসংস্থার সদস্যদের ও বিশ্ববিদ্যালয়ের সন্দেহভাজন সুত্রে জানা গেছে, এ ঘটনার সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহবক্ষায় সজিবুল ইসলাম সজিব, ছাত্রলীগ নেতা সাইফুল ও জাসদ ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান পটলা জড়িত বলে ধারনা করছে।  এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী মধুপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ডিবি পুলিশ চেক পোষ্ট বসিয়ে সজিব যে বাসে যাচ্ছিল সে বাসসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি বাসে তল্লাশী চালিয়ে বাস গুলো ছেড়ে দেয়। এব্যাপারে সজিবের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনার
সময় আমরা দলীয় টেন্টে অবস্থান করছিলাম। কে বা কার করছে জানি না। এব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জনক বলেন, “আমরা ঘটনার সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে ঘটনাসস্থলে গিয়ে গোয়েন্দা সদস্যদের মাধমে তথ্য উদঘটন করার চেষ্টা করেছি। কোন তথ্য মিললেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ব্যবস্থা নিব।” বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মাহবুববর রহমান এব্যাপারে বলেন, “ ঘটনা শোনার সাথে বিশ্ববিদ্যালয় আইনশৃঙখলা বাহীনি জোরদার করেছি। যে কোন ভাবে এ ঘটনার সত্যতা মিললেই কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন