বুধবার, আগস্ট ০৬, ২০১৪

বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাকুরী জাতীয়করণের দাবীকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন” ১৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ সেলিম ভুইয়া।  তিনি বলেন, বেসরকারী শিক্ষকদের নায্য দাবী আদায়ের লক্ষে আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় নব নির্বাচিত কমিটির ১ম সভায় আন্দোলন কর্মসূচির রুপরেখা ঘোষনা করা হবে। এছাড়াও তিনি ফিলিস্তিনে নীরিহ মুসলিম নারী ও শিশুদের উপর ইসরাইলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে ১২ আগষ্ট সারা দেশে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করেন। স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি কাজী আব্দুর রাজ্জাক বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন” ১৪ এ যোগ দিতে দেশের বিভিন্ন জেলা হতে শিক্ষক নেতৃবৃন্দ কুষ্টিয়াতে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা আজ চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে ঐক্যবদ্ধ। আগামীতে শিক্ষকদের দাবী আদায়ে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলোয়ার হোসেন, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির আহবায়ক অধ্যক্ষ সামসুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা বিভাগের পক্ষ থেকে শিক্ষক নেতা হাবিবুর রহমান, বাবু নিরঞ্জন
ঘোষ, রাজশাহী বিভাগের পক্ষ থেকে শিক্ষক নেতা শহিদুল ইসলাম, রংপুর বিভাগের পক্ষ থেকে শিক্ষক নেতা মঞ্জুরুল ইসলাম, ঢাকা বিভাগের পক্ষ থেকে শিক্ষক নেতা নজরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে শিক্ষক নেতা শাফাহ চৌধুরী প্রমুখ।  সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি, মহাসচিব, ১৬ জন প্রেসিডিয়াম সদস্য, ৯ জন যুগ্ম মহাসচিব সহ ১৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় নির্বাচিত হন প্রবীণ শিক্ষক নেতা কাজী আব্দুর রাজ্জাক ও মহাসচিব অধ্যক্ষ সেলিম ভুইয়া। সম্মেলনে বক্তারা সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠানের জন্য আযোজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম। গীতা পাঠ করেন পলাশ চন্দ্র ঘোষ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্বপন দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল হক উজ্জল ও মনোয়ারা সুলতানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন