বুধবার, আগস্ট ০৬, ২০১৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী গণহত্যার নিন্দা ও প্রতিবাদে আমলায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ

আমলা অফিস ॥ মার্কিন স¤্রাজ্যবাদের পদলেহনকারী অসভ্য, বর্বর, হিং¯্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্বিচারে নির্মম গণহত্যার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা আমলা ও সদরপুর আঞ্চলিক কমান্ড। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারের ইসলাম মার্কেটের সামনে সদরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি রাহাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবদুল্লাহ , উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার, আব্দুর রশিদ ফুরকান, আশকর আলী, আফছার আলী, লুৎফর রহমান, গিয়াস উদ্দিন, আশরাফ আলী, আমলা বাজার কমিটির সভাপতি সিদ্দিক আলী, আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক হামিদুল ইসলাম, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, আ’লীগ নেতা আশরাফুল ইসলাম, উপজেলা যুবজোটের আহবায়ক
আফতাব উদ্দিন, আমলা শ্যামলী কাউন্টারের পরিচালক বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ইয়াছিন আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, মার্কিন স¤্রাজ্যবাদ আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরাইল ফিলিস্তিনের গাজায় যে হিং¯্র মারণাক্রম চালিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে তাতে বিশ্ব মানবতা ও মনুষ্যত্ব আজ বিপর্যস্ত। সেখানে জোরপূর্বক গাজাবাসীর উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে নিরীহ ও নিরস্ত্র জনজীবনের উপর বিষাক্ত বোমা, গুলিবর্ষণসহ মারণাস্ত্রের আক্রমনে প্রতিদিন শত শত প্রাণের হত্যাযজ্ঞে মেতে উঠেছে। নারী, শিশু, আবাল-বৃদ্ধ কেহই রেহায় পাচ্ছে না। এতে বিশ্ব বিবেকও আজ রুদ্ধ হয়ে গেছে। বিশ্বের দেশে দেশে বিবেকবান মানুষের তীব্র নিন্দা ও প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। তবুও থেমে নেই ইসরাইল’র হিং¯্র হত্যাযজ্ঞের উন্মত্ত উৎসব। এমনকি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতীক জাতিসংঘও এই অবস্থার উত্তোরণে কার্যকর কোন ভুমিকা রাখতে পারছেনা। তাই মিথ্যা ও খোড়া অভিযোগে গাজায় যে মারণোৎসব চলছে তা অবিলম্বে বন্ধ করা উদ্বাত্ত আহক্ষান জানান বক্তারা। সমাবেশ শেষে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আমলা বাজারের প্রধান সড়ক অবরোধ করে ইসরাইলের প্রধান মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন