বুধবার, আগস্ট ০৬, ২০১৪

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া জাতীয় সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়

মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া জাতীয় সম্প্রচার নীতিমালাকে মিডিয়ার জন্য ‘কালো আইন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। এক বিবৃতিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম বলেন, এই আইন কার্যকর হলে সংবাদপত্র ছাড়াও রেডিও, টেলিভিশনের সব অনুষ্ঠানের ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণ বলবৎ হবে। এই নীতিমালা প্রতিহত করতে না পারলে সাংবাদিকদের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। সরকার এই নীতিমালা করার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। তাই গণমাধ্যম বিরোধী এ আইন কোনোভাবেই মানা হবে না। সংবাদ বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন