শুক্রবার, ডিসেম্বর ১২, ২০১৪

খোকসায় মুক্তির আন্তর্জাতিক নারী দিবস পালন

গতকাল খোকসা উপজেলার জয়ন্তীহাজরা রাধানগর গ্রামে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় রাধানগর মডেল ভিলেজ অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ হয়ে জয়ন্তীহাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রদক্ষিণ করে পুনরায় মডেল ভিলেজ অফিস চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে সমাজ সেবক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে মানবাধিকার দিবসের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন; ধোকড়াকোল ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক মোশাররফ হোসেন; খোকসা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ডা: অরুন বিশ্বাস; রাধানগর মডেল গ্রামের সমন্বয় কমিটির সভাপতি মিজানুর রহমান; সদস্য নরেন্দ্রনাথ বিশ্বাস; খোকসা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মিতা রানী সরকার। স্বাগত বক্তব্য রাখেন খোকসা প্রজেক্ট অফিসার তাপিকুল ইসলাম। বক্তারা মানবাধিকার দিবসের বিভিন্ন ধারা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন