শুক্রবার, ডিসেম্বর ১২, ২০১৪

বালিয়াকান্দির গো-খামারী শিউলী মোদকের বিভাগীয় সম্মাননা লাভ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের সফল গো-খামারী শিউলী মোদক বিভাগীয় পর্যায়ে সম্মাননা পদক লাভ করেছেন। সিএসআরএল, গ্রো, অক্সফামের আয়োজনে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার ইউনিটের সাগর-রুনী মিলনায়তনে ক্ষেত জুড়ে ওই সোনার ধান নারীর শ্রমের অবদান, বিভাগীয় পর্যায়ে নারী কৃষকদের নির্বাচন ও সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিরিন আক্তার এমপি। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্মজীবি নারীর সাধারন সম্পাদক শারমিন কবীর, অক্সফামের ম্যানেজার এ্যান্ড এ্যাডভোকেসি মনিষা বিশ্বাস, ক্যাম্পেইন অফিসার মৌসুমী বিশ্বাস, শারীর পরিচালক প্রিয় বালা বিশ্বাস, এসডিসির পরিচালক, আরমান পরিচালক, পল্লী বন্ধু সংস্থার পরিচালক রুহুল আমিন বুলু। ঢাকা বিভাগীয় পর্যায়ে নারীদের অবদানের উপর বিভাগীয় পর্যায়ে রাজবাড়ীর শিউলী মোদক, মানিকগঞ্জের আনোয়ারা বেগম, ফরিদপুরের অঞ্জনা রানী সাহা, কমেলা বেগম, শেরপুরের রোকিয়া রানী দাস, ময়মনসিংহের রুনা আক্তারকে সম্মাননা প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন