শুক্রবার, ডিসেম্বর ১২, ২০১৪

বালিয়াকান্দিতে প্রতারনার অভিযোগে আদম ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি (দুর্গাবদ্দী )গ্রামের রেজাউল করিম নামের এক যুবককে বিদেশ পাঠানোর নামে প্রতারনার অভিযোগে আদালতে আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার বিবরনে প্রকাশ, উত্তর বালিয়াকান্দি (দুর্গাবদ্দী) গ্রামের নজীর আহম্মেদের ছেলে রেজাউল করিমকে একই গ্রামের ঠান্ডা মুন্সীর ছেলে ইছাক মুন্সী তার আত্বীয় বিদেশ পাঠানোর এজেন্সী আছে বলে প্রকাশ করে। তাকে ৫লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করলে ফ্রি ভিসায় ভালো বেতনে ৩বছর মেয়াদে কাতার পাঠিয়ে দেবে। এ প্রস্তাবে রাজী হয়ে কাতার যাওয়ার জন্য প্রস্তুত হয়। ২০১৪ সালের ৬ এপ্রিল রেজাউলের ভাই রহিমের বালিয়াকান্দি তালপট্রি দোকানে বসে ৩০ হাজার টাকা , ৭ এপ্রিল ১লক্ষ টাকা, ১২ এপ্রিল ১লক্ষ টাকা, ১৮ এপ্রিল ১লক্ষ টাকা , ১৯ এপ্রিল ২৫ হাজার টাকা, ২১ এপ্রিল ১লক্ষ ৯৫ হাজার টাকা প্রদান করেন। যাবতীয় কাগপত্র নিয়ে ২৫ এপ্রিল জাল ভিসার মাধ্যমে কাতার পাঠায়। রেজাউল কাতার গিয়ে কোন প্রকার কাজ না পেয়ে বিদেশ থেকেই বাংদেশী হাবিবের নিকট থেকে ৫০ হাজার টাকা ধার করে। কাজ না পেয়ে ইছাক মুন্সীর দালাল রেজাউলকে ৫জুন বাংলাদেশে পাঠিয়ে দেয়। রেজাউল দেশে এসে বিষয়টি খুলে বললে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সামনে গ্রহনকৃত টাকা ফেরৎ দেওয়ার অঙ্গিকার করে। মামলার স্বাক্ষী আব্দুর রহিম জানান, ১২ এপ্রিল উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ীতে ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, এহসানুল হাকিম সাধন, আতাউর রহমান, হাসানুজ্জামান বিশ্বাস, সেলিম, আলমগীর মোল্যা, ওসমান গনি মানিক , আলম বিশ্বাস, নুর আহম্মেদ আল মাসুদ, হারুন অর রশিদ, মোহন ফকির, মোস্তফা, আঃ মালেক খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে এক শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে ৩ কিস্তিতে ৫ লাখ ২৫ হাজার টাকা ফেরতের সিদ্ধান্ত হয়। তারপরও না দেওয়ায় রেজাউল করিম বাদী হয়ে গত ১৬ জুলাই রাজবাড়ী আদালতে সি,আর ৬৫০/১৪, ধারা ৪০৬/৪২০ দ.বি. ধারায় পাওনাকৃত ৮ লক্ষ ১৩ হাজার ৭শত টাকা আদায়ে মামলা দায়ের করেন। মামলার পরবর্তী তারিখ ১৪ ডিসেম্বর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন