শুক্রবার, ডিসেম্বর ১২, ২০১৪

কুষ্টিয়া মুক্ত দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী বিএনপির আন্দোলন মিডিয়া ছাড়া কোথাও নেই : হানিফ

আব্দুম মুনিব : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন মিডিয়া ছাড়া কোথাও নেই। বিএনপি যদি মনে করে ২০১৩ সালে তারা যেভাবে গাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে, মানুষ পুড়িয়ে জান-মালের ক্ষতির করেছিল পুনরায় যদি এই ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ড করে তাহলে তাদের এই সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী প্রদানের পর গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ৭৫’র জাতির পিতাকে হত্যার পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধী দলকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিল। জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের জেল থেকে বের করে দিয়েছিল, বিচার বন্ধ করে দিয়েছিল, গোলাম আযমকে ফিরিয়ে এনে নাগরিকক্ত দিয়েছিল। তারই ধারাবাহিকতায় বিএনপি পরবর্তীতে এই রাজাকারদেরকে গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল। জামায়াত ইসলাম নিষিদ্ধের আইন সংশোধনের বিষয়ে হানিফ বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের আগে ইশতিহার ঘোষনা করে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছিলাম। যুদ্ধাপরাধীদের দায়ে এই দলকেই আমরা বিচারের আওতায় আনার চেষ্টা করছি। আইন সংশোধনের মাধ্যমে এই জামায়াত ইসলামী দলকে যুদ্ধাপরাধী দল হিসেবে চিহিৃত করে শাস্তি দিলে এই দেশ রাজাকার মুক্ত হবে। এর আগে কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগসহ জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে জেলার সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন