শুক্রবার, ডিসেম্বর ১২, ২০১৪

সালাম, রাজ্জাক , সাইফুল হাত-পা ধরে রাখে কিলার নুরুজ্জামান জবাই করে

 

বালিয়াকান্দিতে ভ্যান চালককে গলা  কেটে হত্যার আসামী ৩জন গ্রেফতার 

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী শহর থেকে আমি, রাজ্জাক, নুরুজ্জামান, সালাম ৪জন মিলে সিনেমা দেখে বাড়ী ফেরার উদ্দেশ্যে বের হয়ে বহরপুরে আসি। নুরুজ্জামান আমাকে একটি ভ্যান ঠিক করে আনতে বলে। আমি ৩০ টাকায় একটি ভ্যান ঠিক করে আনি। পদমদী গুচ্ছগ্রাম ( ঘোনারঘাট) আসার জন্য ৪জন মিলে রওনা হই। দিলালপুর বুনোপাড়া ফাকা রাস্তায় আসার পর নুরুজ্জামান প্রসব করার কথা বলে ভ্যান দাড় করায়। ভ্যান দাড় করিয়ে ড্রাইভারকে সালাম ও রাজ্জাক মুখ চেপে ধরে কাঠের বাগানের মধ্যে দিয়ে একটি মশুর ক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে সালাম, রাজ্জাক ও আমি হাত-পা ধরে রাখি আর নুরুজ্জামান কসাইয়ের মত জবাই করতে থাকে। এসময় বিকট শব্দ ( গ্যাংগানী) করে। গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ছিনতাইকৃত ভ্যান বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে নবাবপুর ইউনিয়নের পদমদী পুর্বপাড়া গ্রামের দিনু শেখের ছেলে সাইফুল শেখ ওরফে রিপন (২০)। তার কাছ থেকে ছিনতাইকৃত ভ্যান ও মোবাইল সেট উদ্ধার করে গণপিটুনী দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় এ চাঞ্চল্যেকর তথ্য প্রদান করে সাইফুল শেখ ওরফে রিপন। বালিয়াকান্দি থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াৎ জানান, হত্যার ঘটনায় নিহত বিল্লাল হোসেনের বড় ভাই দাউদ হোসেন বাদী হয়ে বুধবার মামলা দায়ের করে। আমি ও মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বুধবার রাতভর অভিযান চালিয়ে নবাবপুর ইউনিয়নের ঘোনার ঘাট ( গুচ্ছ গ্রাম) এলাকার বাচ্চু শেখের ছেলে সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সহযোগী অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী আঃ রাজ্জাক শেখ (৩০) ও রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফরা গ্রামের সিরাজ উদ্দিন শেখের ছেলে বর্তমান পদমদী গুচ্ছ গ্রামের নব গাছী শেখের জামাতা আঃ সালাম (৩৫) কে গ্রেফতার করা হয়। তবে ঘোনার ঘাট এলাকার কিলার নুরুজ্জামান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের মোক্তার হোসেনের মশুরী ক্ষেত থেকে বুধবার দুপুরে বহরপুর ইউনিয়নের বহরপুর কলেজপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ব্যাটারী চালিত ভ্যান চালক বিল্লাল হোসেন (৩৫) গলা কাটা লাশ পুলিশ উদ্ধার করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন