বুধবার, ডিসেম্বর ০৩, ২০১৪

সরকারী জিপি ফান্ডের টাকা কর্তনে সুদের পরিবর্তে মুনাফা লেখার দাবী

রাজবাড়ী প্রতিনিধি : সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ভবিশ্যত তহবীল ( জিপি ফান্ড) টাকা কর্তন করা হয়। সরকার কর্তৃক সেখানে বাৎসরিক হিসাবে সুদ লেখা হয়। সুদের পরিবর্তে এটাকে মুনাফা বা লভ্যাংশ লেখার দাবী কর্মকর্তা-কর্মচারীদের। ইসলামে সুদ দেওয়া ও নেওয়া হারাম ঘোষনা থাকার ফলে অনেকেই এটাকে দৃষ্টি কটু ও ঘৃনা ভাবে দেখে। এপ্রসঙ্গে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ভবিশ্যতের জন্য জিপি ফান্ড করা হয়েছে। বাৎসরিক হিসাবে অর্থ কেটে রাখা হয়। এখানে সুদ শব্দ ব্যবহার যেন বেমানান লাগে। তাই আমি
দাবী জানাই সুদের পরিবর্তে মুনাফা ও লভ্যাংশ লেখার জন্য। সরকার উদ্দ্যোগ গ্রহন করলেই এটা কারা সম্ভব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন