বুধবার, ডিসেম্বর ০৩, ২০১৪

মেহেরপুরে চোলাই মদপান ও গাঁজা রাখার অপরাধে ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

আকতারুজ্জামান, মেহেরপুর : মেহেরপুরে চোলাই মদ ও গাঁজা সেবনের দায়ে পৃথক দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার সময় সদর উপজেলার পাটকেলপোতা যাত্রী ছাউনিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রাই দেন তিনি। মেহেরপুর শহরের ৬ নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার সাগর হোসেন (২৩) কে ৬ মাস ও সদর উপজেলার গ্রাম বারাদী গ্রামের মৃত তালেব খাঁ’র ছেলে মুন্নাফ মিয়া (৪২) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন এ আদালত। ভ্রাম্যমান আদলাতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ জানান, মুন্নাফ মিয়াকে চোলাই মদ খাওয়ার অপরাধে এক মাসের ও সাগর হোসেনকে ৫ গ্রাম গাঁজা রাখার অপরাধে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০ টার সময় বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ
এএসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টীম পাটকেলপোতা যাত্র ছাউনিতে অভিযান চালিয়ে মদপান অবস্থায় মুন্নাফ হোসেন ও গাঁজাসহ সাগর হোসেনকে আটক করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন