বুধবার, ডিসেম্বর ০৩, ২০১৪

মাগুরা ও রাজবাড়ী জেলার শীর্ষ কর্মকর্তাদের সমন্বয় সভা

রাজবাড়ী প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গড়াই নদীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন আগামী ১৪ জানুয়ারী। এ উপলক্ষে মঙ্গলবার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের গড়াই নদীর পাড়ে মাগুরা ও রাজবাড়ী জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বস্ত সুত্রে জানাগেছে, মাগুরা ও রাজবাড়ী জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়কারী জিএসও-২(অপস) জিওসির পক্ষে আশফাকুর রহমান, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান, মাগুরা জেলা প্রশাসক মাহবুবুর রহমান, রাজবাড়ী পুলিশ সুপার তাপতুন নাসরিন, মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির, মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী , রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী, মাগুরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী , রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মাগুরা ফায়ার সার্ভিস ষ্টেশনের পরিচালক, রাজবাড়ী
ফায়ার সার্ভিস ষ্টেশনের পরিচালক, রাজবাড়ী পল্লী সমিতির জেনারেল ম্যানেজার, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার, পরিচালক বিটিসিএল মাগুরা ও রাজবাড়ী। সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ জানুয়ারী-২০১৫ তারিখে সফর করবেন বলে সম্ভাব্য নির্ধারন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন