বুধবার, জুলাই ২৯, ২০১৫

যানবাহন ও জনগন প্রবেশে ভোগান্তি কুমারখালী উপজেলা গেটে খুঁটি পোঁতা

শরীফুল ইসলাম কুমারখালী ঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা গেটের প্রবেশ পথে দীর্ঘ দিন ধরে খুঁটি পোঁতা থাকায় সরকারী গোডাউনে চাউল-গম ভর্তি ভারী যানবাহন প্রবেশে ব্যাঘাত ছাড়াও সাধারণ জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে। ১১ টি ইউনিয়ন ও প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিকদের নিত্য প্রয়োজনে উপজেলা শহরের প্রাণকেন্দ্র কুমারখালী উপজেলায় বিভিন্ন দাপ্তরিক কাজে আসতে হয়। অথচ কেন এই গুরুত্বপূর্ণ প্রবেশ পথে খুঁটি পুঁতে যানবাহন প্রবেশ ও জনগন চলাচলের ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে এটা সচেতন মহলের বোধ্যগম্য নয়। পরিষদ চত্বরের রাস্তা নষ্ট হচ্ছে, “এমন খোড়া যুক্তি কেউ দিলে” গ্রহণযোগ্য নয়। কেননা প্রতি বৎসর এই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর থেকে রাস্তা তৈরি, মেরামত সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন