বুধবার, জুলাই ২৯, ২০১৫

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আব্দুম মুনিব : কুষ্টিয়ায় আবুল কালাম সর্দ্দার ওরফে কলম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডদেশ দিয়েছে আদালত।  মঙ্গলবার দুপুর ১টায় আসামিদের উপস্থিতিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-(এক) এর বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন-জেলার মিরপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের মোঃ আব্দুল হান্নান ও একই উপজেলার তাতীবন্ধ গ্রামের লিটন ফকির, রাইদুল ইসলাম, সুজাত আলী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৯ ডিসেম্বর মিরপুর উপজেলার তাতী বন্ধ গ্রামের নিজ বাড়ির পাশে অসামিরা আবুল কালাম সর্দ্দার ওরফে কলমকে গলায় মাফলার পেচিয়ে ও কুপিয়ে শ্বাসরোধকরে হত্যা করে।
এ ঘটনায় আবুল কালাম সর্দ্দার এর স্ত্রী শেফালী বেগম মিরপুর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত। এ সময় আসামি আব্দুল হান্নান ও , লিটন ফকির, রাইদুল ইসলাম, সুজাত আলী আদালতে হাজির ছিলেন।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন