বুধবার, জুলাই ২৯, ২০১৫

ভেড়ামারায় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও পোনা অবমুক্তকরন

  ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে “ সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে ” এই ¯ে¬াগানে ( ২৮ জুলাই থেকে ০৩ আগষ্ট ) সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ এর উপলক্ষে মঙ্গলবার সকালে ব্যানার ফেস্টুন সহযোগে বর্ণাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও সমাবেশের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্সিন করেন। ভেড়ামারা উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরন শেষে ভেড়ামারা উপজেলা কাম কমিউনিটি সেন্টারে উদ্বোধন ও সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার গোলাম সরোয়ার এর তত্ত্বাবধানে ও ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া খাতুন সিটু, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিকুর রহমান, ভেড়ামারা উপজেলা মেডিকেল অফিসার আতিয়ার রহমান, রেল বাজার বনিক সমিতি’র সাধারন সম্পাদক আবু দাউদ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা উপজেলা যুবলীগের আহবায়ক আকরাম হোসেন শামীম, শাহাদত হোসেন বাবু, সাংবাদিক এহসানুল হক সুমন, সময়ের কন্ঠস্বর এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক এস.এম.আবু ওবাইদাÑআল-মাহাদী, আঃ মুন্নাফ হোসেন, মোয়াজ্জেম হোসেন, মনোয়ার হোসেন, আমিনুল ইসলাম,ফারুক হোসেন নাদিম, নাজমুল হক, ফজলুল হক ও খালেক সহ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন