বুধবার, জুলাই ২৯, ২০১৫

ইবি’র ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমান নারীসহ আটক: মুচলেকা দিয়ে মুক্তি

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমানকে (৫০) সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া থানাপাড়ার লরেন্স লেনের একটি বাসা থেকে এক নারীসহ আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন থানায় অভিযোগ করলে অপ্রীতিকর অবস্থায় নারীসহ হাতেনাতে ধরে বলে জানিয়েছে কুষ্টিয়া সদর থানার পুলিশ। তদবীরের জোরে গতকাল মঙ্গলবার বিকালে থানায় মুচলেকা দিয়ে মুক্তি নেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সুত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার আতাউর রহমান। গ্রামের বাড়ী চাপাইনবাবগঞ্জ। দুই সন্তান ও স্ত্রী রেখে বিভিন্ন সময়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি দূর্বল শ্রেনীর লোকজনের মধ্যে অন্যতম একজন। কিন্তু তার স্ত্রীকে চাপাইনাববগঞ্জের গ্রামের বাড়িতে রেখে দীর্ঘ দিন যাবৎ তিনি কুষ্টিয়া থানা

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আব্দুম মুনিব : কুষ্টিয়ায় আবুল কালাম সর্দ্দার ওরফে কলম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডদেশ দিয়েছে আদালত।  মঙ্গলবার দুপুর ১টায় আসামিদের উপস্থিতিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-(এক) এর বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন-জেলার মিরপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের মোঃ আব্দুল হান্নান ও একই উপজেলার তাতীবন্ধ গ্রামের লিটন ফকির, রাইদুল ইসলাম, সুজাত আলী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৯ ডিসেম্বর মিরপুর উপজেলার তাতী বন্ধ গ্রামের নিজ বাড়ির পাশে অসামিরা আবুল কালাম সর্দ্দার ওরফে কলমকে গলায় মাফলার পেচিয়ে ও কুপিয়ে শ্বাসরোধকরে হত্যা করে।
এ ঘটনায় আবুল কালাম সর্দ্দার এর স্ত্রী শেফালী বেগম মিরপুর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত। এ সময় আসামি আব্দুল হান্নান ও , লিটন ফকির, রাইদুল ইসলাম, সুজাত আলী আদালতে হাজির ছিলেন।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।

বৃহস্পতিবার, জুলাই ০২, ২০১৫

ব্যাংকখাতে লুটপাটকারী অর্থমন্ত্রীর ঘোষিত ‘দুষ্টু লোকদের’ নাম প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ব্যাংকখাতে লুটপাটকারী অর্থমন্ত্রীর ঘোষিত দুষ্টু লোকদেরনাম প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপি বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন নিয়মিত ব্রিফিংয়ে অর্থমন্ত্রীর প্রতি এ আল্টিমেটাম দেন তিনি বলেন, ‘ভোটারবিহীন এই সরকারের আমলে অর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে লুটপাট হচ্ছেএটা আমরা আগেও বলেছিসরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একজন সজ্জন মানুষ, তার ভাষায় দুষ্টু লোকেরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অর্থ লোপাটের সঙ্গে জড়িত
বিএনপির মুখপাত্র বলেন, ‘আমরা জানতে চাই, ওই সমস্ত দুষ্ট লোক কারা, যাদের সঙ্গে আপনি পারছেন নাপদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করতে পারতেনএখন মুখ যেহেতু খুলেছেন, ভালো করে মুখ খুলুনআপনার বয়স হয়েছে, দেশের পক্ষে দেশের অর্থনীতির পক্ষে কথা বলুন বিএনপির অবস্থান ব্যাখ্যা করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘ব্যাংকে যে টাকা জমা হয় তা জনগণের টাকাবিএনপি জনগণের পক্ষে কথা বলে৫৫,০০০ কোটি টাকা ঋণ খেলাপী বেড়েছেএর মধ্যে ৩৫,০০০ কোটি টাকা অবলোপনকৃতএটা সরকার প্রকাশ করেনিযে পরিমাণ টাকা ঋণ খেলাপী হয়েছে, তা দিয়ে তিনটি পদ্মা সেতু করা যেত তিনি বলেন, প্রধানমন্ত্রী তিন মাসের আন্দোলনের নেতিবাচক বিষয় বারবার তুলে ধরতে চায়বিএনপি জ্বালাও-পোড়াও করে নাবিএনপির রাজনীতিতে সহিংসতা

বৃহস্পতিবার, মে ২৮, ২০১৫

কুষ্টিয়া জেলা বিএনপির কার্যক্রম নিয়ে কল্পিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে তৃনমূল নেতৃবৃন্দ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনির্দিষ্টকাল অবরোধ ডাকার পর থেকেই প্রতিদিন রাজপথে অবস্থান করে বিক্ষোভ মিছিল বের করে কুষ্টিয়া জেলা বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ। কিন্তু প্রতিনয়ত পুলিশি বাধায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পন্ড, না হয় ছত্র ভঙ্গ হত।
ঠিক সেই সময়ে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতা কর্মীদের নামে মামলা হলে আন্দোলনে কিছুটা ভাটা পরে। ২৮ জানুয়ারী সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন গ্রেফতার হলেও সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী কৌশল অবলম্বন করে গ্রেফতার না হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান। আর এসব আন্দোলন সংগ্রামে কতিপয় কিছু সুবিধাবাদী ছাড়া বিএনপির জেলা কমিটির অধিকাংশ নেতা কর্মী অংশ গ্রহন করতো। কিন্তু সম্প্রতি জাতীয় এবং কিছু স্থানীয় পত্রিকায় জেলা

বেনামে কোটি টাকার সম্পতি ক্রয় : ৬ মামলা মাথায় নিয়ে সরকারী দায়িত্ব পালন করছেন ডাঃ সুরেশ তুলসান

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
স্টাফ রিপোর্টার : এক যুগ ধরে নিজ জেলায় পোষ্টিং নিয়ে নামে বেনামে ৮ মামলায় লড়ছেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সরকারী অধ্যাপক ডাঃ সুরেশ তুলসান। সরকারী চাকুরী করেন বিধায় সংশ্লিষ্ট দপ্তরের চোখ ফাঁকি দিতে নিজ বোন দিপা রাণী আগরওলার নামে কোটি কোটি টাকার সম্পতি ক্রয় ও মামলা পরিচালনার গুরুত্বর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি নিজ সহদোরের সাথেও চলছে মামলা মোকদ্দমা। দিপা রানী একজন গৃহিনী। বৈবাহিক সুত্রে নাটোর জেলায় স্বামী প্রদিপ কুমার আগরওয়ালার সাথে বসবাস করেন। তার নামে কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড় এ একটি সাড়ে ৮ কাঠা জমি যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা, নির্মানাধীন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সামনে ১৬ কাঠা জমি যার আনুমানিক মূল্য দেড় কোটি টাক্,া বাবর আলী গেটের এসবি সড়কের মরহুম এ্যাড. মাহতাব উদ্দিনের ছেলে মিজানুর রহমান মজনুর নিকট থেকে ৮ কাঠা জমি ক্রয় করা হয়েছে। সম্পত্তি ক্রয় সংক্রান্ত জটিলতায় ইতিমধ্যে বেশ কয়েকটি মামলাও হয়েছে। এখানে দিপা রানী কখনও বাদী আবার কখনও বিবাদী। দিপা রানির একটি ঘনিষ্ট সুত্রে জানা গেছে ৪ মামলায় দিপা রানির নাম থাকলেও এ সংক্রান্ত বিষয়ে তার সংশ্লিষ্টতা নেই। মামলা চালাচ্ছে জমির মূল মালিক ডাঃ সুরেশ তুলসান। মামলার নথি সুত্রে জানা যায়,

কারামুক্ত হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন

iv dir="ltr" style="text-align: left;" trbidi="on">
স্টাফ রিপোর্টার : গত ২৮ জানুয়ারি বুধবার গ্রেফতার হন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদরের সাবেক এমপি, অধ্যক্ষ সোহরাব উদ্দিন। দীর্ঘ চার মাস কারাভোগ শেষে হাইকোর্টের নির্দেশে গতকাল ২৭ মে বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা কারাগার থেকে তিনি ম,ুক্তি পান। এ সময় নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।

ইবিতে প্রশাসনের একাংশের ছত্রছায়ায় টেন্ডার নিয়ে মুখোমুখি ঠিকাদাররা ॥ প্রধান প্রকৌশলিকে গালিগালাজ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অবকাঠামো উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন মেরামত বাবদ ১কোটি ৪৭ লাক্ষ টাকার টেন্ডার নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে টেন্ডার ক্রয়ের দু’টি গ্রুপ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিসে টেন্ডা ক্রয় করতে আসে দুটি দল। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে টেন্ডার বিক্রি করতে নিষেধ করলে অপর পক্ষ প্রধান প্রকৌশলেিক অকথ্য ভাষায় গালি গালাজ করে। একপর্যায়ে টেন্ডার ক্রয় করতে আসা দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। টেন্ডার ক্রয় নিয়ে উভয় গ্রুপ নিজেদের শক্তি জানান দিতে ক্যাম্পাসে বহিরাগতদের দিয়ে শোডাউন দিচ্ছে বলেও প্রতক্ষদর্শীরা জানিয়েছে।
প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস কতৃক প্রশাসন ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনের মেরামত ও আসবাপত্র সরবরাহর জন্য ১ কোটি ৪৭ লাখ টাকার টেন্ডার আহবান করে। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একাংশের ছত্রছায়ায় বেশ কিছু কর্মকর্তাদের সম্বনয়ে বকুল জোয়ার্দ্দারের নেতৃত্বে একটি গ্রুপ এ কাজ পেতে মরিয়া হয়ে উঠে। অপরদিকে টেন্ডার ক্রয়ের আর একটি গ্রুপ স্থানীয় ঠিকাদার