সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৩

সাউথওয়েস্ট ব্রাইট কোচিং একাডেমী’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সুশৃঙ্খল পরিবেশে মানসম্মত শিক্ষাব্যবস্থার দৃঢ় প্রত্যয়ে সাউথওয়েস্ট ব্রাইট কোচিং একাডেমী’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫ম থেকে ৮ম শ্রেণীর অন্তঃত অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবকমণ্ডলী ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে অনাড়ম্বরে এ একাডেমীর ক্লাস দুয়ার খুলে দেওয়া হয়। কুষ্টিয়া শহরের হাউজিং সম্প্রসারন সি-৭৫ নং প্লটে অবস্থিত সাউথওয়েস্ট স্কুল এন্ড কলেজ ভবনে সাউথওয়েস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র চেয়ারম্যান ও সাউথওয়েস্ট স্কুল এন্ড কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ্ব মোঃ হাবিবুর রহমান এ কোচিং সেন্টারের শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথওয়েস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র সাধারন সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাউথওয়েস্ট স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মীর হেলাল আক্তার, সৈয়দ মোস্তফা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে সাউথওয়েস্ট ব্রাইট কোচিং একাডেমি’র পরিচালক মোঃ মনিরুল ইসলাম, মনিরুজ্জামান মাসুদ, এহতেশামুল হক, সুমন আলী মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে গঠনমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণ, কুষ্টিয়ায় প্রায় অর্ধশতাধিক কোচিং সেন্টারের ভীরে সুশৃঙ্খল পরিবেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল কাদের মান্নান, ইফফাত আরা, কাবরিয়া পারভীন, শাপলা জামান, সীমা রাণী দে সহ প্রমুখ শিক্ষকবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন