সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৩

ইবিতে জাতীয় পতাকা উত্তোলন ও ১মিনিট নিরবতা পালন

শাহবাগের প্রজন্ম চত্বরের সংহতি রেখে গতকাল রবিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন, বাংলা বিভাগের শিক্ষক ও ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মাহবুবর রহমান, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচরী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পতাকা উত্তোলনকালে সকলে একসাথে একই সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পতাকা উত্তোলন শেষে ব্লগার প্রকৌশলী রাজীব হায়দারের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন