সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৩

আমলায় শহীদ মারফত আলীর ২২ তম মৃত্যু বার্ষিকী পালিত

মামুনুল ইসলাম ঝন্টু : কুষ্টিয়ার বিএলএফ এর প্রধান, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উত্তরবঙ্গের প্রখ্যাত কৃষক নেতা, আমলা সরকারী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা শহীদ মারফত আলীর ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারী ডিগ্রী কলেজের হলরুমে শহীদ মারফত আলী স্মৃতি সংসদের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা, মিলাদ মাফফিল, কালো ব্যাজ ধারণ শোক র‌্যালি ও মরহুমের মাজারে পূষ্প অর্পণ এর আয়োজন হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অবসর প্রাপ্ত শেখ দলীল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবদুল জলিল, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী। দিনব্যাপী এ অনুষ্ঠানে শহীদ মারফত আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে আরো উপ¯িহত ছিলেন মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, মিরপুর উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. চাঁদ আলী, আমলা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, দৌলতপুর উপজেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রেজাউল হক, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী,কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ৭০’র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমেদ, আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, ক্রীড়াবিদ আমিরুল ইসলাম, মারফত আলী মাস্টার, হামিদুল ইসলাম,শহিদ মুক্তিযোদ্ধা মধু মন্ডলের ছেলে লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, আসকর আলী,এনামূল হক প্রমূখ। সভায় অতিথিরা মারফত আলীর স্মৃৃতিচারণ করেন এবং বর্তমান প্রজস্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শকে সর্ম্পরুপে বাস্তবায়নের আহবান বাক্তকরেন ।সকালে আমলা সদরপুর উচ্চ বিদ্যালয়,আমলা জাহানারা মাধ্যামক বালিকা বিদ্যালয়,আইডিয়াল কিন্টার গাটেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মারফত আলীর মাজারে পূষ্পমাল্য অর্পণ ও শোক র‌্যালি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন