সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৩

কুষ্টিয়া দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত


সেলিম রেজা সবুজ : কুষ্টিয়া শহরসহ জেলার বিভিন্ন স্থানে দিনভর গুড়ি গুরি বৃষ্টিতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ফাল্গুনের শুরুতে এখনো শীতের ভাব যায়নি তাই হটাৎ বৃষ্টি ও হালকা দমকা হাওয়াতে যেন শীতের নতুন আমেজ আসে। গতকাল সারা দিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয়। বৃষ্টির কারনে শহর ছিলো জনমানব শূণ্য বিশেষ কারণ ছাড়া কেউ বাইরে বের হয়নি। কিছু কিছু দোকানপাট ছিলো বন্ধ খোলা দোকানপাট গুলোতে সেরকম ব্যাবসা হয়নি সাড়াদিনই ছিলো ক্রেতা শূণ্য ছিলো বলে জানায় ব্যাবসয়ীরা। জীবনের তাগিদে কিছু মানুষ বাইরে বের হলেও তারা ছাতা নিয়ে চলাফেরা করে। সন্ধা নামতে আস্তে শহর ফাঁকা হতে শুরু করে। যেন ফাল্গুনে পৌষের শীতে জরসর হয় মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন