সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৩

বাস-মিনিবাস মালিক গ্র“পের সড়ক পরিবহন চলমান সভা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় বাস-মিনিবাস মালিক গ্র“পের সড়ক পরিবহন চলমান সভায়  গতকাল রবিবার সকাল ১১টায় বাস-মিনিবাস মালিক গ্র“পের নিজস্ব সভা কক্ষে কার্যকরী সভাপতি আতাহার আলীর সভাপতিত্বে প্রাগপুর সড়কের সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আকিল আহমেদ,সহ-সভাপতি কাজী রফিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক নান্টু,অর্থ সম্পাদকএম এ হাশেম হাজু, নির্বাহীসদস্য সায়িদুল ইসলাম, এস এম রেজাইল করিম। এছাড়াও প্রাগপুর সড়কের সড়ক সম্পাদকহাজী মোঃ ফজলুল হকসহ প্রাগপুর সড়কের বাস-মালিক গ্র“পের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তব্য দিতে গিয়ে বলেন বাস গাড়ী সময়মত ছেড়ে যাওয়া এবং ছেড়ে আসা। গাড়ীর চালক ও কন্ডাক্টর যাত্রীদের সাথে ভাল ব্যবহার করা। নির্ধারিত ভাড়া আদায়ে সচেষ্ট থাকার বিষয়ে সকল মালিক ও কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের পরিবহন ব্যবসা পরিচালনায় আমরা সকলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছি। বর্তমান সময়ে পরিবহন বাড়ীতে রেখে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে প্রতিয়মান হয়। কেননা হাইওয়ে রাস্তায় অবৈধ নছিমন করিমন ও সিএনজি অবাধে চলাফেরা করায় আমরা আমাদের বৈধভাবে পরিবহন ব্যবসা বন্ধ হওয়ার পথে। তাই সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় ব্যবসার ও যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে অবৈধ নছিমন করিমন ও সিএনজি হাইওয়ে রাস্তায় চলাচল বন্ধ রাখার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ রাখা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন