সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৩

কুমারখালীতে ছাত্রদলের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তত্ত্বাবধায়ক সরকার পূর্নবহালে ছাত্রদলকে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে

.... সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব : জাতীয়তাবাদী ছাত্রদল কুমারখালী শাখার উদ্যেগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের আবুল হোসেন তরুন অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুমারখালী থানা ছাত্রদলের সভাপতি ওহিদুল ইসলাম সাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।তিনি বলেন, আওয়ামীলীগ নিজেদের অধিনে নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকার দিবা স্বপ্ন দেখছে কিন্তু জনগন তা হতে দেবে না। জনগনের আন্দোলনেরমুখে সরকারকে সংসদ ভেঙে দিয়েই আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় তারা গণবিস্ফোরণের মুখে হারিয়ে যাবে। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি বলেন, ক্ষমতালোভী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে ত্বাবধায়ক সরকার পূর্নবহালে ছাত্রদল দূর্বার আন্দোলন গড়ে তুলবে। তিনি আরো বলেন, জয়ের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের আসল চরিত্র জনগণের সামনে আবার উন্মোচিত হয়েছে। জয় সুনাগরিক কমিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও লুটেরাদের রাষ্ট্রে পরিণত করতে চায় দেশকে। জয় ইহুদী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে ভাড়াটে হিসেবে মাঠে নেমেছে। কিন্তু জয়ের স্বপ্ন এদেশে বাস্তবায়ন হবে না। থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম জিলাল ও যুগ্ম সম্পাদক পরাগের পরিচালনায় সম্মেলনে উদ্বোধনী ব
ক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নতুন, পৌর বিএনপির সভাপতি কেএমআলম টমে, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, থানা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আব্দুল ওয়াদুদ মিয়া, সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জাহিদ, ক্রিড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, কুমারখালী থানা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ তরিকুল ইসলাম, আবুল কাশেম রবি, বাগুলাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, কুমারখালী থানা যুবদলের সাধারণ সম্পাদক কেএম সিরাজুল আলম রিপন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান্ রহমান সুমন, আবু সাঈদ জাকারিয়া উৎপল, ঈদি আমিন গামা, জেলা ছাত্রদলের সদস্য নয়ন, জনি, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, শরহ ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আউয়াল বাদশা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন