সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৩

গনতন্ত্রের জন্য নির্বাচন অপিরহার্য ও জরুরী

...........................................কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ষ্টাফ রিপোটর : জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বিরোধী দলের আন্দোলনের হুমকি সর্ম্পকে বলেছেন, বেগম খালেদা জিয়া গত চার বছরে নির্বাচন কমিশন নিয়ে একটি কথাও বলেনি, অথচ এখন সে নির্বাচনী পরিবেশ তৈরী করতে ফাঁকা আওয়াজ দিয়ে মাঠ গরম করে বেড়াচ্ছে। তিনি ফাঁকা আওয়াজে মাঠ গরম করতে পারলেও, নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ তৈরী করতে পারবেন না। রবিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃংখলা কমিটির সভার শুরুতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী সংলাপ সর্ম্পকে বলেন, নির্বাচনকে
অর্থবহ ও নিরপেক্ষ করতে যদি কোন ত্র“টি বিচ্যুতি থাকে তাহলে বিরোধী দলীয় নেত্রীকে প্রস্তাব নিয়ে সংলাপে বসতে হবে। তবে পুর্বশর্ত দেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া সংলাপ বানচাল করছেন বলে তথ্যমন্ত্রী অভিমত প্রকাশ করেন।তথ্যমন্ত্রী আরও বলেন, গনতন্ত্রের জন্য নির্বাচন অপিরহার্য ও জরুরী। কেবলমাত্র একটার পর একটা সরকার বদল বাংলাদেশের জন্য যথেষ্ট নয়। সময় এসেছে একটি অব্যাহত শান্তিপুর্ণ পরিবেশ তৈরীর। নির্বাচনোত্তর পরিবেশে হত্যা, খুন, বোমাবাজির রাজণীতির কবল থেকে দেশকে রেহাই না দিতে পারি তাহলে আমরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না। তথ্যমন্ত্রী অষ্টম ওয়েজ বোর্ড সর্ম্পকে বলেন, সংবাদ কর্মীদের জন্যে আগামীকাল অষ্টম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করা হবে। আশা করছি বিকেলের ভেতরে ওয়েজ বোর্ড গেজেট আকারে দপ্তরে আসবে। গনমাধ্যমের ভাই বোনরা আগামীকাল গেজেট দেখতে পাবেন।আইনশৃংখলা কমিটির সভার কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীনসহ প্রশসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন