সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৩

ছাত্রলীগের হামলায় সেলিম ও খালেকুজ্জামানসহ ৩০ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ’র দেয়া এক বিবৃতিতে গতকাল রবিবার বিকেল ৪টায় সিলেটে সিপিবি-বাসদ এর উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় ছাত্র লীগের অতর্কিত সন্ত্রাসী হামলায় সিপিবির সভাপতি জননেতা কমরেড মুজাহেদুল ইসলাম সেলিম ও বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানসহ সিপিবি-বাসদের ৩০ জন নেতা-কর্মী গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শাসক দল আওয়ামী লীগ ক্ষমতা থাকার এসময় তার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য চালিয়ে মানুষ খুন করেছে; আজকের হামলা তারই ধারাবাহিক অংশ। জনসভা চলাকালীন সময় পুলিশের উপস্থিতিতে বিনা উস্কানিতে অতর্কিত ভাবে ছাত্রলীগ দফায় দফায় এ হামলা করে। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জননেতা কমরেড মুজাহেদুল ইসলাম সেলিম ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ ৩০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়। পুলিশের উপস্থিতিতে সরকারী ছাত্র সংগঠনের এ ধরনের ন্যক্কারজনক কর্মকান্ড দেশে বাক-ব্যক্তির স্বাধীনতা ও আইনের শাসনের চরম লঙ্ঘন। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি জানান। একই সাথে হামলার প্রতিবাদে আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০১৩ ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে সর্বাত্মক হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহক্ষান এবং ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিলে যোগ দেয়ার জন্য আহক্ষান জানান। এসময় উপস্থিত ছিলেন, বাসদ কুষ্টিয়া জেলা সমন্বয়ক কমরেড শফিউর রহমান শফি, সিপিবি কুষ্টিয়া জেলা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াকিল মুজাহিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন