সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৩

কুষ্টিয়া পৌরসভায় নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী নগর সমন্বয় কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা পৌরসভা নিয়ে যে চিন্ত করেন এবং আমাদের প্রতিটি কাজে সহযোগিতা করেন এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। মেয়র বলেন, আমাদের পৌর পরিষদের ১৭ জন সদস্য নিয়ে পৌর এলাকার সকল কাজ
করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রতিটা এলাকাবাসীর সহযোগিতা। প্রতিটি এলাকায় পরিবেশ দূষন না হওয়ার জন্য সবাইকে সচেতন করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগীতা প্রয়োজন। গতকাল রবিবার বিকাল ৪টায় কুষ্টিয়া পৌরসভার আয়োজনে ম. আ. রহিম মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক, কেএফডব্লিউ, জিআইজেড এর অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় “দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প” (ইউজিআইআইপি-২) এর নগর সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে জুলাই-সেপ্টেম্বর’২০১৩ কোয়ার্টারের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর নাইমূল ইসলাম, আনিছ কোরাইশী, খান এ করিম অকুল, সাইফ-উল-হক মুরাদ, রেহেনা আহমেদ, আনোয়ারা ইসলাম, রিনা নাসরিন, নগর সমন্বয় কমিটির সদস্য আলম আরা জুঁই, মাসুদুর রহমান তোতা, আবুল কালাম আজাদ, তহমিনা পারভীন, ছালমা রহমান সুথিকা, আব্দুল লতিফ, এ্যাড নজরুল ইসলাম, আহম্মেদ আলী মন্টু, সৈয়দা হাবিবা, কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নগর সমন্বয় কমিটির সদস্য ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। নগর সমন্বয় কমিটির সভা পরিচালনা করেন কুষ্টিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সেনিটারী ইন্সপেক্টর দেবাশীষ বাগচী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুষ্টিয়া পৌরসভা জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ ওয়ালিউল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন