সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৩

বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী নির্বাচন হতে দেয়া হবে না

-অধ্যক্ষ সোহরাব উদ্দিন

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সভাপতি, সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপিার সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী নির্বাচন হতে দেয়া হবে না। দেশ নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের এ দেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় রটিকে থাকতে পারবে না। যারা দেশকে ভালবাসে না, তারা দেশের ধক্ষংসই চায়। এ সরকার দেমকে ধক্ষংস করার জন্য বিদেশী প্রভুদের মন জয় করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। গতকাল রোববার দুপুরে সদর থানা বিএনপির উদ্যোগে মজমপুর গেটস্থ সদর থানা বিএনপির কার্যালয়ে খুলনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় অংশগ্রহন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় শৃঙ্খলার উপর এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে ফিরিয়ে আনতে হয় তা বিএনপির জানা আছে। তাই যদি এ সরকার এদেশের মাটিতে থাকতে চায় তাহলে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনুক। এই
আরো বলেন, দেশকে অরাষ্ট্রকর কার্যকর করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এসরকার। এ সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপিকে ধক্ষংস করার জন্য তারেক জিয়া ও জিয়ার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এসরকার। বাংলাদেশের মাটিতে বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই এদেশের আপামর জনগণ মেনে নেবে না। তিনি বলেন, এ সরকার যদি তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল না করে তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এসরকার গণতন্ত্রকে ধক্ষংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যতই এ সরকার মুখে গণতন্ত্রেও কথা বলুক না কেন, বাস্তবে তা লক্ষ্য করা যাচ্ছে না। সংবিধানের দোহায় দিয়ে বিএনপি তাদের অধিনে নির্বাচনে যাবে না। এ সরকারের এখনই বোঝা উচিত তত্বাবধায়ক সরকারের দাবী এখন শুধু বিএনপির নয়, মোটা জাতীর দাবী। তিনি শেষে বলেন, আগামী ২৯ তারিখে খুলনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় সদর থানা বিএনপির সকল নেতা-কর্মীদের শরীক হতে হবে। সেই সাথে প্রচার প্রচারণা চালাতে হবে। আগামীতে বিএনপির আরো আন্দোলন সংগ্রাম আসছে। তাই সদর থানা বিএনপির সকল নেতা-কর্মীদের ভুল বোঝাবুঝি যদি একটু থেকে থাকে সেসব ভুলে এক কাঁতারে দাড়াতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সম্মানিত সদস্য বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সিহাব উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সভাপতি হাজী আবুল কাশেম, শহীদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুর রব দিলু, যুগ্ম সম্পাদক হাজী রবিউল আওয়াল, অধ্যাপক মাহাবুব আলম বিষু, সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান ওয়াহেদ, দপ্তর সম্পাদক হাসান মাহামুদ খান সজল, বারখাদা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, হরিনায়ারণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান স্বাধীন, উজানগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবু, হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আন্টু, জিয়ারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, আলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আলী মোজাম, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলফাজ আলী, বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু, আইলচারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন অটল, মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান হায়াত আলী, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ,সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা আরিফ, সদর থানা মহিলাদলের আহবায়ক সাবিনা সুলতানা আফ্রিদি সুলতানা শিল্পী, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. আকলিমা পারভীন, হরিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হাজী রবিউল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক টিপু বিশ্বাস, বারখাদা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিরাজুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহীন জোয়ার্দ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টিপু, শহর ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল আহমেদ রনি, সদর থানা বিএনপিরা সহ-সাংগটনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সহ-প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান শিকল, সদর থানা জাসাসের সভাপতি মোতুর্জা হোসেন কালা, সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সদর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক হোসেন শিকদার, রবিউল ইসলাম ছোটন, ইমরান মোল্লা, মহিলাদল নেত্রী সারমিন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন